ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ও ত্রিদিব চাকমা হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0
49

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩

‘অবিলম্বে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী ভেঙে দা্ও’ শ্লোগানে দীঘিনালায় মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা ও দীঘিনালায় ত্রিদিব চাকমা (শিমুল) হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) দুপুর ১:০০টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দীঘিনালা ইউনিটের উদ্যোগে দীঘিনালা উপজেলার বাবুছড়া রাস্তামাথায় বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে রিটেন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটের সংগঠক মন্টু চাকমা ও আশাপূর্ণ চাকমা।

বক্তারা বলেন, সরকার-সেনাবাহিনী ইউপিডিএফকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নব্যমুখোশ সহ বিভিন্ন ঠ্যাঙারে বাহিনী, সেটলার বাঙালি ও জেএসএস সন্তু গ্রুপকে ব্যবহার করে খুন-খারাবি চালাচ্ছে। তার প্রমাণ হচ্ছে গতকাল দীঘিনালায় ত্রিদিব চাকমাকে ও গত ২ এপ্রিল মানিকছড়িতে সেটলার বাঙালি কর্তৃক হ্লাচিং মং মারমাকে হত্যার ঘটনা। নিরাপত্তার নামে বাবুছড়া রাস্তায় প্রতিদিন সেনাবাহিনীর টহল থাকে কেবল সশস্ত্র নব্যমুখোশ সন্ত্রাসীদের নিরাপত্তা দেয়ার জন্য। যার কারণে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সেনাবাহিনীর সামনে দিয়ে গেলেও তাদেরকে ধরা হয় না।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, আজ সকাল থেকে সেনাবাহিনী বাবুবছড়া এলাকায় জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। অরণ্য কুটির বা বৌদ্ধ বিহার খোঁজে একদল সেনা সদস্য নুনছড়ি গ্রামে গিয়ে জনসাধারণকে ভয়ভীতি দেখিয়েছে। অথচ তারা খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

বক্তারা অবিলম্বে ত্রিদিব চাকমা ও হ্লাচিং মং মারমা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নব্যমুখোশসহ সেনা মদদপুষ্ট ঠ্যাঙারের বাহিনী ভেঙে দেয়ার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.