কল্পনা চাকমা অপহরণ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাঘাইছড়ি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে কাজলী ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীরা যদি জেগে না উঠেন তাহলে আমরা কিছু করতে পারবো না। তিনি গতকাল ১১ জুন নান্যচর জোন কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসীর উপর হামলা ও আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শান্তি প্রভা চাকমা বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে যতদিন কল্পনা চাকমা অপহরণের প্রকৃত তদন্ত্ম করা হবে না ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আজ যারা ক্ষমতায় অধিষ্ঠিত তারা যদি আমাদের নিরাপত্তা বিধান করতেন তাহলে আমাদের সভা সমাবেশের জন্য রাজপথে নামতে হতো না।
তিনি অভিযোগ করে বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেনাবাহিনীর নান্যচর জোন কমান্ডারের নেতৃত্বে কুতুকছড়ি এলাকায় তান্ডব চালিয়ে নিরীহ মা-বোনদের মারপিট করে। শুধু তাই নয়, তারা পাভেল চাকমা, পূর্ণলাল চাকমাসহ ৪ জনকে প্রচণ্ড মারধর করে গুরুতর অবস্থায় নান্যচর থানায় সোর্পদ করেছে। তারা এখন থানার হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি অবিলম্বে আটককৃত গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি, কল্পনা চাকমা অপহরণ ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং চিহ্নিত অপহরণকালী লে. ফেরদৌস সহ তার দোসরদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে।
—-