কাউখালীতে বর্মা, পেলে, শক্তিমানের কুশপুত্তলিকা দাহ

0
13

কাউখালী (রাঙামাটি) : রাঙামাটির কাউখালী উপজেলা সদর এলাকায় আজ বুধবার (১১ এপ্রিল ২০১৮) সকালে সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা বর্মা ও নব্য মুখোশদের অন্যতম মদদদাতা তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে ও শক্তিমান চাকমার কুশপুত্তলিকা দাহ করে তাদের ঘৃণা, ধিক্কার জানিয়েছে এলাকাবাসী।

এ সময় এলাকার শিশু-কিশোরা কুশপুত্তলিকায় লাঠিপেটা ও থুথু নিক্ষেপ করে নব্য মুখোশ ও তাদের মদদদাতাদের প্রতি ধিক্কার জানায়।

 

————————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.