গুইমারায় নারী দিবসের সমাবেশে সেনা হামলার নিন্দা তিন সংগঠনের

0
5

খাগড়াছড়ি : হিল উইমেন্স ফেডারেশন এর খাগড়াছড়ি জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা আজ ৮ মার্চ (বৃহস্পতিবার) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে গুইমারা উপজেলা সদরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে বিনা উস্কানিতে সেনা ও পুলিশবাহিনীর হামলা এবং পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা-কর্মীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ  বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুর ওপর নির্যাতন আগের চেয়ে বেশী আকারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের নারী ও শিশুরা ক্ষেতে-খামারে-কাজে সকল ক্ষেত্রে ধর্ষণ-খুন-নির্যাতনের শিকার হচ্ছেন। দেশে আইন থাকা স্বত্ত্বেও নারী নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে যখন হিল উইমেন্স ফেডারেশন আজ গুইমারা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করে তখন সেনাবাহিনী সমাবেশে হামলা করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুইমারায় রাষ্ট্রীয়বাহিনীর হামলার ঘটনায় এটা সহজে অনুমেয় যে, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের মাত্রা কতটুকু ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ন্যাক্কারজনক হামলা করে রাষ্ট্রীয়বাহিনী পার্বত্য চট্টগ্রামে নারী ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণের আবারো নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন বলে নেতৃবৃন্দরা অভিযোগ করেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে গুইমারায় হিল উইমেন্স ফেডারেশনের সমাবেশে হামলার সাথে জড়িতদের পাকহানাদার বাহিনীর দোসরদের উত্তরসূরী হিসাবে অভিহিত করে তাদের শাস্তি প্রদান এবং আটককৃত পিসিপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

—————————–

সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.