দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন ও এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে জেএসএস সংস্কারপন্থীরা।
গতকাল শুক্রবার (১৩ এপ্রিল ২০১৮) দুপুর ১টার দিকে মোবাইল ফোনে এবং সরাসরি বাড়িতে গিয়ে রাতের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় সংস্কারপন্থীরা। রাতের মধ্যে এলাকা না ছাড়লে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
সংস্কারপন্থী কালেক্টর রুপেশ চাকমা ও প্রেম লাল চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল বিকাল সাড়ে ৪টার সময় পিসিপি’র দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সহ সভাপতি অনন্ত চাকমার বাড়িতে গিয়ে তার পিতা রিপন জ্যোতি চাকমাকে (সাং-গুলছড়ি, মেরুং) মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়। তিনি এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একইভাবে দীঘিনালা কলেজ শাখার সাবেক সভাপতি সুমেশ চাকমার পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে। সুমেশ চাকমা জেল হাজতে থাকায় তার পরিবার কি করবে বুঝতে পারছে না।
তারা মেরুং এলাকার পিসিপি’র ৫ কর্মীর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।