নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটির নান্যাচর উপজেলার সুসরিদাশ পাড়া (১৪ মাইল) এলাকায় চার দিনের ব্যবধানে আবারও সংস্কার-মুখোশ সশস্ত্র সন্ত্রাসীরা দিনে দুপুরে সশস্ত্র তৎপরতা চালিয়েছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর একই সন্ত্রাসীরা সুরিদাশ পাড়ায় হানা দিয়ে রিন্টু চাকমা নামে এক গ্রামবাসীকে মারধরে করেছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৪টার সময় সংস্কার-মুখোশ সশস্ত্র কমাণ্ডার লিটন চাকমা ও চালু চাকমার নেতৃত্বে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল আবারও সুরিদাশ পাড়ায় হানা দেয়। সন্ত্রাসী দলটি বুড়িঘাট ইউনিয়নের নানাক্রুম হয়ে বগাছড়ি সুরিদাশ পাড়ার পুরাতন ফরেস্ট অফিসের সেগুন বাগানে অবস্থান করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষন করে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এরপর সন্ত্রাসীরা বগাছড়ি তিন রাস্তার মোড় (রাঙামাটি-খাগড়াছড়ি-নান্যাচর) দোকানে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় চা-নাস্তা খাওয়ার পর বিকাল ৫:৪৫টার সময়ে ৩টি সিএনজি (অটোরিক্সা) যোগে নান্যাচর সড়ক হয়ে তাদের আস্তানা গুল্ল্যাছড়ি দিকে চলে যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।
এলাকাবাসীর তথ্য মতে, সশস্ত্র সন্ত্রাসী সুরিদাশ পাড়ায় হানা দেয়ার আগে ঘিলাছড়ি সাব-জোন থেকে দুটি পিকআপে করে সেনাবাহিনীর একটি দল করুনা বন বিহারের (১৪ মাইল, রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক) সামনে অবস্থান নিয়ে সন্ত্রাসী দলটিকে নিরাপত্তা দেয়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর নান্যাচর উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে মুখোশ-সংস্কারের সাথে নান্যাচর সেনা জোন কমাণ্ডারের গোপন বৈঠকের পর থেকে সংস্কার-মুখোশ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আর সেনাবাহিনী এই সন্ত্রাসীদের প্রত্যক্ষভাবে সহযোগীতা প্রদান করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন