মহালছড়িতে স্বনির্ভর হত্যাকান্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

0
48

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

খাগড়াছড়ির স্বনির্ভরে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ২০১৮ সালের ১৮ আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের ৫ বছর উপলক্ষে মহালছড়িতে গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোাক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মহালছড়ি ইউনিট এ স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভা শুরুর পূর্বে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ তপন, এল্টন, পলাশসহ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে শহীদ পরিবার, ইউপিডিএফ ও এলাকাবাসী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর “শহীদ তপন-এলটন-পলাশের আত্মবলিদানের চেতনায় আমরা উজ্জীবিত”, ‘খাগড়াছড়ির সাবেক ব্রিগেড কমান্ডার মোতালেবের পরিণতিও হবে কসাই টিক্কা খনের মতো ভয়ংকর’, ‘আসুন, বীর শহীদের রক্তস্নাত পতাকা উর্ধ্বে তুলে ধরি’ এসব স্লোগানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে ইউপিডিএফ সংগঠক মংগ্রী মারমার সভাপতিত্বে ও পূরণ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক প্রকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পদাক অনিমেষ চাকমা প্রমুখ।

বক্তারা খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে ২০১৮ সালের ১৮ আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী ও মদদদাতাদের ৫ বছরেও গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এ হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীর সম্পৃক্ত থাকার অভিযোগ করে বলেন, সে সময় খাগড়াছড়ি সেনা ব্রিগেডের দায়িত্বরত ব্রিগেড কমাণ্ডার এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনিই তার সৃষ্ট নব্যমুখোশ ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছিলেন। যার কারণে খুনি সন্ত্রাসীদের এখনো গ্রেফতার না করে সেনা-প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে রাখা হয়েছে।

বক্তারা বলেন, খুন, গুম, দমন-পীড়ন চালিয়ে জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যায় না। ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তপন, এল্টন, পলাশদের শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও তারা যে চেতনাকে ধারণ করে আন্দোলনে নিযুক্ত ছিলেন সে চেতনার কখনো মৃত্যু নেই। তাদের আত্মবলিদানের চেতনাকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্ম অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।

স্মরণসভা থেকে বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডের মদদদাতা ব্রিগেডিয়ার আব্দুল মোতালেব ও ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে সেনাবাহিনীর সৃষ্ট নব্যমুখোশ ও জেএসএস সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীরা খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে সশস্ত্র হামলা চালিয়ে পিসিপি নেতা তপন-এল্টন, যুবনেতা পলাশ চাকমা ও অপর তিন পথচারী জিতায়ন চাকমা, রূপম চাকমা ও ধীরাজ চাকমাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার ঘন্টা দুয়েক পর সন্ত্রাসীরা আবারো পেরাছড়ায় বিক্ষোভ মিছিলকারী জনতার উপর হামলা চালালে সেখানে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে মারা যান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.