মহালছড়ির মাইসছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ির রেকর্ডিয় জায়গা বেদখলের চেষ্টা

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিপি পাড়া এলাকায় সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ির রেকর্ডিয় জায়গা বেদখল প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইসছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিপি পাড়া ও কংসাই কার্বারি পাড়া সীমানায় অংগ্যজাই মারমা, পিতা- মৃত নেহ্লামং মারমা-এর ৪০ শতকের মতো খতিয়ানভুক্ত রেকর্ডিয় জায়গা রয়েছে। বিগত ৮/১০ বছর আগে অংগ্যজাই মারমা ওই জায়গায় সেগুন বাগান সৃজন করেন। কিন্তু আজ সকাল ৯টার সময় অংগ্যজাই মারমার উক্ত জায়গাটি বেদখলের জন্য মো. আব্দুল হাসান (৫০), ও মো. আরমানের নেতৃত্বে কয়েকজন সেটলার সেখানে যায়। সে খবর পেয়ে জায়গার মালিক অংগ্যজাই মারমা গ্রামের কয়েকজন লোককে নিয়ে সেখানে উপস্থিত হলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে উক্ত সংবাদ পেয়ে মহালছড়ি সেনা জোন কমাণ্ডার লে. কর্ণেল শারিয়ার সাফকাত ভূঁইয়া ও মহালছড়ি থানা থেকে পুলিশের প্রতিনিধি সেখানে যায়। পরে তারা জায়গার মালিক ও সেটলারদের মাহালছড়ি থানায় নিয়ে যায়।

জোন কমান্ডার লে. কর্ণেল শারিয়ার সাফকাত ভূঁইয়া জায়গার মালিক অংগ্যজাই মার্মাকে লিখিত শর্ত সাপেক্ষে বিষয়টি মীমাংসা করতে বলেছেন বলে জানা গেছে। তবে এ নিয়ে সর্বশেষ কোন সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, মহালছড়িতে সেটলার বাঙালি কর্তৃক প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনা ঘটে থাকে। প্রশাসন ভূমি বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ার কারণে তারা পাহাড়িদের ভূমি বেদখল করার সাহস পায় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More