রামগড় প্রতিনিধি ।। খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মরাকইল্যা গ্রামে আজ রবিবার (৯ ডিসেম্বর ২০১৮) শ্রুতি মোহন চাকমা(৩৫)-এর বাড়িতে হয়রানি মূলক তল্লাশি চালিয়েছে সেনা সদস্যরা। জানা যায়, গতকাল শনিবার রাত ৭.৩০ সময় সিন্দুকছড়ি জোন কামান্ডার মো: রুবায়েত মাহমুদ এর নেতৃত্বে ৬০ জনের অধিক সেনা সদস্য রাতে গুজাপাড়া স্কুলে অবস্থান নেয়। আজ সকাল ৬টার দিকে সেনারা মরাকইল্যা গ্রামে হানা দিয়ে শ্রুতি মোহনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় যোগ্যছলা ইউনিয়ন পরিষদের সদস্য সুমন কান্তি চাকমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
বিকাল ৫টার আগ পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করছে এবং উক্ত সেনা দলের সাথে আরো দুই জীপ সেনা সদস্য যোগ হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এভাবে সেনা সমাবেশ হতে দেখে বর্তমানে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।