রামগড়ে ১২ বছরের এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের চেষ্টা!
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা গ্রামের ১২ বছর বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রামগড় ইউনিয়নের খাগড়াবিল গ্রামের মো: সালু(৪০) নামের এক সেটলার বাঙালি। আজ ১ নভেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ২:৩০টার দিকে গরুকাটা গ্রামের বাসিন্দা নীল কুমার চাকমা পাশ্ববর্তী রাজেন্দ্র ত্রিপুরার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে তিনি রাজেন্দ্র ত্রিপুরার ১২ বছরের কিশোরী মেয়েকে তার বাড়ি থেকে মদ আনতে পাঠায়। এ সময় তার (নীল কুমারের) বাড়িতে মো: সালু মদ পান করছিলেন। বাড়িতে আর অন্য কেউ ছিলেন না। এ সুযোগে মো: সালু ঐ মেয়েটিকে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে এ সময় গ্রামের আশে-পাশের লোকজন ছুটে এসে মো: সালুকে আটক করে আচ্ছা ধোলাই দেয়। পরে তাকে বাঙালী মুরুব্বীদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।