নান্যাচর প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়ায় অবস্থিত তক্ষশিলা বনবিহার থেকে অনিমেষ খীসা(৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় তাকে আটক করা হয়।
আটক অনিমেষ খীসা রামহরি পাড়া গ্রাামের রাজবিহারী খীসার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তক্ষশিলা বনবিহারে সীবলী পুজা অনুষ্ঠান করার জন্য বিহার পরিচালনা কমিটি আজ দুপুর ১টার সময় এক মিটিঙের আয়োজন করে। মিটিং চলার সময় একদল সেনা সদস্য কয়েকজন মুখোশ-সংস্কারবাদী (জেএসএস)-এর দুর্বৃত্তকে সাথে নিয়ে বিহারে প্রবেশ করে এবং অনিমেষ খীসাকে আটক করে নিয়ে যায়। এ সময় সেনারা সীবলী পুজা অনুষ্ঠানের জন্য উত্তোলিত ১২ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আটকের পর তাকে ইউপিডিএফ কর্মী সাজিয়ে নান্যাচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।