লংগুদু হামলায় ক্ষতিগ্রস্ত জনগণকে কাউখালী জনপ্রতিনিধিদের ত্রাণ সহায়তা প্রদান

0
14

রাঙামাটি : রাঙামাটির লংগুদুতে সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করেছেন কাউখালী উপজেলার জনপ্রতিনিধিরা।

19397740_1081427565321095_414737869_nগতকাল সোমবার (১৯ জুন) কাউখালী উপজেলার সাধারণ জনগণের পক্ষে ত্রাণ সহায়তা প্রদান করেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, ২নং ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা ও ৩নং ঘাগড়া ইউনিয়নের মেম্বার মন্টু রঞ্জন চাকমা।

ঘাগড়া থেকে পায়ে হেঁটে প্রথমে রাঙামাটি এবং সেখান থেকে বোট যোগে পানি পথে তাঁরা লংগুদু যান। এরপর তারা লংগুদু বন বিহার আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ ও সমন্বয় কমিটির নিকট ত্রাণ সহায়তা হিসেবে নগদ ২,৯৪,৯২৪ টাকা (দুই লক্ষ চুরানব্বই হাজার নয় শত চব্বিশ) তুলে দেন। এসময় কমিটির সদস্যসচিব ও সোনাই মৌজার হেডম্যান মানেক কুমার চাকমা, ৭ নং লংগুদু সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত কুলিন মিত্র চাকমা, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল নামক স্থানে লংগুদু নিবাসী যুবলীগের ইউনিয়ন কমিটির নেতা ও মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন নামে এক ব্যক্তির লাশ পাওয়াকে কেন্দ্র করে ২ জুন সকালে লাশ নিয়ে মিছিল থেকে সেনাবাহিনীর সহযোগীতায় সেটলার বাঙালিরা লংগদু সদরে তিনটিলা, মানিকজোর ছড়া, বাত্তে পাড়া, বড়াদাম, কাত্তোলতলী এলাকায় পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায়। এতে ২ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই করে দেওয়া হয়। ঘরবাড়ি হারিয়ে পাহাড়িরা বর্তমানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করে মানবেতর জীবনযাপন করছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.