
লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নে ৬৫ গরীব-দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ।
গত সোমবার (১৪ জুন ২০২১) সকাল ৯টায় ইউপিডিএফের লক্ষ্মীছড়ি ইউনিটের উদ্যোগে উক্ত ইউনিয়নের ৬৫ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে ৬৫০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপিডিএফ এর লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক মন্টু চাকমা, নিরব চাকমা প্রমুখ।

এ সময় মন্টু চাকমা বলেন, করোনা অতিমারিতে সাধারণ খেটে খাওয়া ও গরীব-অসহায় মানুষের জীবন ধারণের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ইউপিডিএফ জনগণের পার্টি হিসেবে সুখে-দুঃখে সর্বদা পাশে রয়েছে এবং থাকবে। পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত পাহাড়ি জনগণের দুঃখ-দুর্দশা ঘুচানোর জন্য ইউপিডিএফ আন্দোলন করে যাচ্ছে। এই সামান্য সহায়তা প্রদানও আন্দোলনের একটি অংশ।
তিনি জনগণ ও পার্টির মধ্যেকার ঐক্য গড়ে তোলা এবং করোনা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে আত্মনির্ভরশীল হয়ে উৎপাদনমূখী হওয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।