বাঘাইছড়ি প্রতিনিধি ।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ফুলঝাড়ু ব্যবসায়ী ভূপতি রঞ্জন চাকমা(৪০)-কে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া থেকে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ভূপতি রঞ্জন চাকমা সাাজেক ইউনিয়নের বালুঘাট গ্রামের মৃত নীল কৃষ্ণ চাকমার ছেলে।
গতকাল রবিবার (১০ ফেব্রুয়ারি) তাকে অপহরণ করা হয় বলে তার স্ত্রী মিনা চাকমা এই প্রতিবেদককে জানিয়েছেন।
মিনা চাকমা জানান, আজ সোমবার সকালে সন্ত্রাসীরা তাকে ফোন করে জানালে তিনি স্বামীর অপহরণের বিষয়ে জানতে পারেন। এ খবর পাওয়ার পরেই তিনি খাগড়াছড়ির তেঁতুলতলায় গিয়ে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করেন। সন্ত্রাসীরা তার স্বামীর মুক্তির বিনিময়ে ১৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে তিনি জানান।