সাজেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পিসিপি
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৫ আগস্ট ২০২৩
রাঙামাটির সাজেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ শনিবার (৫ আগস্ট ২০২৩) পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
পিসিপি’র দলীয় সঙ্গীত “পাহাড়ি ছাত্র-ছাত্রী দল…” গানটি বাজিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।
আলোচনা শুরুর পুর্বে পার্বত্য চট্টগ্রামে এযাবত জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
“হে নবীন শোন, বাধা পেরিয়ে এগিয়ে চলো অবিরাম, অন্তহীন ভোরের সূর্যের আলোর মত রঙ্গিন স্বপ্ন ডানা মেলে উন্নত চরিত্র গঠনের সুশিক্ষা অর্জন করো”এই শ্লোগানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অজল চাকমা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সত্য চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সাজেক ইউনিটের সমন্বয়ক অডিট চাকমা, বাঘাইছড়ি ইউনিটের সমন্বয়ক অক্ষয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অমনিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক পুণ্য চাকমা। অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন