গণতান্ত্রিক যুব ফোরাম ঘোষিত ১০ জুন ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে জনপ্রতিনিধিদের একাত্মতা প্রকাশ

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত ২৫ জন জনপ্রতিনিধি আজ ৪ জুন সোমবার সংবাদ পত্রে দেয়া এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম ঘোষিত আগামী ১০ জুন ভূমি কমিশনের অফিস ঘেরাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন
বিবৃতি দাতারা হলেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, নান্যাচর উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমা, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, দিঘীনালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর মিলন দেওয়ান মনাঙ, খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নং ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান কান্তি লাল চাকমা, খাগড়াছড়ির রামগড় উপজেলার ৩নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহালছড়ি উপজেলার ১নং মহালছড়ি ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, ৪নং মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্ত শীল চাকমা, দিঘীনালা উপজেলার ৪নং দিঘীনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান শান্তি জীবন চাকমা এবং রাঙামাটির ১নং সাব্যেং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নান্যাচর ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান পারদর্শী চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা ও খাগড়াছড়ির ভাইবোন ছড়া ইউপি সদস্য সুজন চাকমা
বিবৃতিতে তারা বলেন, ভূমি কমিশনের বর্তমান চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম ২০০৯ সালের ১৯ জুলাই দায়িত্ব গ্রহণের পর অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় কমিশনের কার্যক্রম পরিচালনা করে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেনতিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের দাবি-দাওয়াকে উপো করে এক তরফাভাবে শুনানী কার্যক্রম পরিচালনা করছেন, যা পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না
বিবৃতিতে তারা আরো বলেন, বর্তমান ভূমি কমিশন আইন পুরোপুরি অগণতান্ত্রিক এবং এতে কমিশন চেয়ারম্যানের হাতে সর্বময় মতা দেয়া হয়েছে; অন্য সদস্যদের রাখা হয়েছে সাীগোপাল হিসেবেতাই ভূমি কমিশনের আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধন না করে ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি না দিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়
বিবৃতিতে তারা অবিলম্বে ভূমি কমিশনের চলমান শুনানী কার্যক্রম বাতিল, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি ও ভূমি কমিশন আইনের অগণতান্ত্রিক ধারা সংশোধনের দাবি জানান

এদিকে পার্বত্য ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিলের দাবিতে আগামী ৯ জুন খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায়  নির্বাচিত জুম্ম প্রতিনিধি সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে  জুম্ম জনপ্রতিনিধি সংসদের তথ্য ও প্রচার সম্পাদক সমর বিকাশ চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More