ঢাবি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের সন্ত্রাসবিরোধী মিছিল

0
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করছেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, বিশ্ববিদ্যালয়ে দমন-পীড়ন- দখলদারিত্বের বিরুদ্ধে আজ রবিবার (২৯ মে ২০২২) দুপুর ১২ টায় সন্ত্রাসবিরোধী মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ ৷ সকাল থেকেই ছাত্রলীগের সন্ত্রাসীরা গোটা ক্যাম্পাসজুড়ে মহড়া দিতে থাকে ৷ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ত্রাসের পরিবেশ থাকলেও প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের প্রচার সম্পাদক সোহবত শোভন প্রমুখ ৷

ঢাবি উপাচার্যের কার্যলয় সামনে সমাবেশ করছেন ক্রিয়শীল ছাত্র সংগঠনসমূহ

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক চর্চার আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের দমন পীড়ন দখলদারিত্ব শিক্ষাঙ্গনে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করেছে । বিভিন্ন সময় ছাত্র সংগঠনের নেতা কর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রমাণ করেছে । সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর তাদের নির্মম হামলায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের পুতুল প্রশাসনের ভূমিকা পালন করছে। ফলে এই পরিস্থিতিতে ছাত্রসমাজকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ৷

ছাত্র সংগঠনসমূহের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছেন  

সমাবেশে বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ক্যাম্পাসে একটি সন্ত্রাসমুক্ত, নিরাপদ পরিবেশ তৈরির জন্য পরিবেশ পরিষদের কাজ করার কথা থাকলেও প্রশাসনের নির্লিপ্ততায় পরিষদটির অস্তিত্বের কথা শিক্ষার্থীরা ভুলতে বসেছে। ফলে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরিবেশ পরিষদের সভা আহবান করে ক্যাম্পাসে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানানো হয় ।

সমাবেশ শেষে ছাত্র সংগঠনসমূহের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান ৷


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More