বরকলে ভূমি দস্যু কর্তৃক পাহাড়িদের জমি দখলের অভিযোগ

0
বরকল(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটি.নিউজ.কম

রাঙামাটি জেলার বরকলউপজেলার ভূষণছড়া ইউনিয়নের সুয়ারীপাতা গ্রামের দুটি পাহাড়ি পরিবারেরবন্দোবস্তিকৃত জমি এলাকায় চিহ্নিত ভবেশ চন্দ্র দাশ নামে এক ভূমিদস্যু দখলকরেছে বলে অভিযোগ পাওয়া গেছেজয় কুমার চাকমা ও পূর্ণ কুমার চাকমারজমি দখল করে উল্টো তাদের বিরুদ্ধে জমি দখল ও চুরির অভিযোগ এনে মিথ্যামামলা দিয়ে হয়রানি করে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে বলেভুক্তভোগী ওই দুটি পরিবারের অভিযোগমামলাবাজ ও ভূমিদস্যুর অত্যাচারেঅতিষ্ঠ হয়ে পরিবার দুটি দিশেহারা হয়ে পড়েছে। 
(বিস্তারিত খবর : দৈনিক সমকাল, ১০ জুলাই ২০১২http://www.samakal.com.bd/details.php?news=70&action=main&menu_type&option=single&news_id=275576&pub_no=1108&type#.T_uSCv4Q8k0.facebook)
উপজেলার ভূষণছড়া ইউনিয়নেরসুয়ারীপাতা গ্রামের জয় কুমার চাকমার ও পূর্ণ কুমার চাকমার বন্দোবস্তি জমিআইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ার চিহ্নিত মামলাবাজ ও ভূমিদস্যু ভবেশ চন্দ্র দাশজোরপূর্বক দখল করেদখল করার পর ওইসব জমি কলাবুনিয়ার মো. মন্তাজ, নিজাম, শহিদুল, কামাল ও গোরস্তানের মোতালেবের কাছে বিক্রি করে দেয়এতে জয় কুমারচাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে ভূমিদস্যু ভবেশ চন্দ্র দাশেরবিরুদ্ধে লিখিত অভিযোগ করেনএ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য থানার ওসিকে দায়িত্ব দেন উপজেলা চেয়ারম্যানপুলিশেরউপস্থিতিতে এলাকার মুরুব্বিরা সালিশ কমিটি গঠন করেনসালিশ কমিটি দুদফাবৈঠকে জয় কুমার চাকমা ও ভবেশ চন্দ্র দাশের মধ্যেকার জমির সীমানা নির্ধারণকরে দিয়ে বিরোধের মীমাংসা করে দেনভবেশ চন্দ্র দাশ সালিশ কমিটির সিদ্ধান্তমেনে নিলেও পরে আবার নতুন করে জমি দখল শুরু করেএতে জমির মালিক জয় কুমারচাকমা ও পূর্ণ কুমার চাকমা বাধা দিলে উল্টো তাদের বিরুদ্ধে জমি দখল ও চুরিরমিথ্যা অভিযোগ এনে জজকোর্টে দুটি মামলা করে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More