মানিকছড়িতে সেটলার বাঙালি কর্তৃক এক প্রতিবন্ধী পাহাড়ি নারী ধর্ষিত : গ্রেফতার দুই

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

মানিকছড়ি: গত ৩ নভেম্বর ২০১০ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় সেটলারবাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেপুলিশ ধর্ষণের সাথেজড়িত থাকার দায়ে ২ জনকে গ্রেফতারকরে খাগড়াছড়ি জেল হাজতে পাঠিয়েছে

সূত্র জানায়, উপজেলার গোদাতুলীগ্রামেরআলুঅং মারমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মুইচিনুং মারমা(১৩) কে ঘুমন্তঅবস্থায় পার্শ্ববর্তী চেঙ্গুছড়া গ্রামের ৪ জন সেটলার বাঙালি মো: বেলাল(২৫)পিতা- আবুল বশর, মো: রাজু, মো: আবুল কাশেম(২৬) ও দেলোয়ার হোসেন(২২) রাত১০টারদিকে নিজ বাড়ি থেকে তুলেনিয়ে পার্শ্ববর্তী রমিশের টিলায় নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেঅজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়সকালে আত্মীয় স্বজন মেয়েকে খুঁজতে থাকলে, ধর্ষিতার ছোট বোন রাতে তাদের বাড়িতে কাশেম আসছিল বলে জানায়অভিভাবকরা এলাকার ইউপি সদস্য আব্দুলমান্নানকে বিষয়টি জানালে তিনি লোকজন নিয়ে কাশেমের বাড়িতে গিয়ে এ ব্যাপারেজানতে চাইলে সে চাপের মুখে ঘটনার সত্যতা স্বীকার করে অন্যান্য ধর্ষণকারীরনামসহ মেয়েটির অবস্থান জানায়স্থানীয়রাধর্ষিতাকে উদ্ধার করে তাক্ষণিক ২ ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেয়

পুলিশ আবুল কাশেম ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করলেও বাকী দুই জনকে এখনো গ্রেফতারকরতে পারেনিএদিকে এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে উক্ত ৪ জনকে আসামী করে নারীও শিশু নির্যাতন আইনে মামলা করেছেমুইচিনুং মারমা বর্তমানে খাগড়াছড়ি সদরহাসপাতালে চিকিসাধীন রয়েছে বলে জানা গেছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More