লামায় ম্রো সম্প্রদায়ের উপর বর্বর হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ জানুয়ারি ২০২৩

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন কার্বারি (ম্রো) পাড়ায় হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়েছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র ভূমিদস্যুরা। 

রবিবার (১ জানুয়ারি ২০২৩) দিবাগত রাত ১:০০টার সময় এ হামলার ঘটনা ঘটে। পাড়াবাসীদের ৩টি ঘর আগুন দিয়ে সম্পূর্ণ পুড়ে ছাই করে দেয় ও ৬টি ঘর ভেঙে চুরমার করে দেয় এবং গবাদি পশু, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় রাবার কোম্পানির সন্ত্রাসীরা।  লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, নুরু ও মহসিনের নেতৃত্ব ৪ ট্রাক বহিরাগত ভাড়াটেসহ ১৫০ জনের সন্ত্রাসী দল রেংয়েন ম্রো পাড়ায় হামলা চালায়। 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির আদিবাসী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক সুজন তঞ্চঙ্গা এক বিবৃতিতে বলেন,  গত বছর ৯ এপ্রিল’২২ থেকে লামা রাবার ইন্ডাস্ট্রিজ সরই ইউনিয়নের রেংয়েন কার্বারি (ম্রো) পাড়া, লাংকম কার্বারী (ম্রো) পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের ভোগদখলীয় ৪০০ একর জুমভূমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে আগুন দিয়ে জুমভূমি পুড়িয়ে দেওয়া, পানির উৎসে বিষ প্রয়োগ, ভূমি রক্ষা আন্দোলনের নেতার ওপর হামলা, মিথ্যা মামলাসহ বিভিন্ন নিপিড়নমূলক কর্মকাণ্ড চালিয়ে পাড়াবাসীদের উচ্ছেদের চেষ্টা চালিয়েছে রাবার কোম্পানির লোকেরা। তারই অংশ হিসেবে ১ জানুয়ারির এই হামলা চালানো হয়েছে। 

পার্বত্য জনগণের উপর বহুকাল ধরে চলমান রাষ্ট্রীয় নিপীড়ণের ধারাবাহিকতায় তথাকথিত উন্নয়নের নামে পাহাড়ি জনগোষ্ঠীর বসতভিটা ও আবাদী ভূমিতে হামলা, অগ্নিসংযোগের মত বর্বর আক্রমণ চালানো হয়।  

বিবৃতিতে অবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজের সকল তৎপরতা বন্ধ, হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়ে  প্রাণ-প্রকৃতি-ইতিহাস-ঐতিহ্য বিনষ্টকারী সকল প্রজেক্ট বাতিলের দাবি জানানো হয়। সর্বোপরী নিপিড়ীত  আদিবাসী জনগোষ্ঠীর  মুক্তির লক্ষ্যে সকল রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More