সিন্দুকছড়িতে সেনা কর্তৃক ননজয় ত্রিপুরার জুম ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি ।। সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ননজয় ত্রিপুরার জুম ঘরে অগ্নিসংযোগ ও পনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভেঙে দেয়ার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
আজ বুধবার (৩০ জুন ২০২১) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংক্য মারমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা ও সাংগঠনিক সম্পাদক অংসা মারমা।
বক্তারা বলেন, গতরাতে সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক আগুন দিয়ে ননজয় ত্রিপুরার জুম ঘর পুড়িয়ে দেয়া ও পনে রঞ্জন ত্রিপুরার বাড়ি ভেঙে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন।
তারা অভিযোগ বলেন, সেনাবাহিনী সিন্দুকছড়ি এলাকা থেকে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে সেখানে একের পর এক পাহাড়ি গ্রামবাসীদের ঘর ভেঙে দেয়া হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে। তাদেরকে ঘর নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। নানা ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে।
বক্তারা বলেন, যে উন্নয়ন জনগণের জায়গা-জমি, বসতভিটা কেড়ে নেয়, নিজ ভূমি থেকে উচ্ছেদ করে সে ধরনের কথিত উন্নয়ন আমরা চাই না। অবিলম্বে এ ধরনের উন্নয়ন বন্ধ করতে হবে।
বক্তারা অবিলম্বে সিন্দুকছড়িতে ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা ও পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে পিসিপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।