সিন্দুকছড়িতে সেনা কর্তৃক পাহাড়ির ঘর জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সাজেকে বিক্ষোভ

0

সাজেক প্রতিনিধি ।। গুইমারার সিন্দুকছড়ির পক্ষীমুড়ো ঠাণ্ডাছড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পাহাড়ির ঘর জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ জুন ২০২১) বিকাল ৩টায় সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকাবাসী এই বিক্ষোভের আয়োজন করেন।

বিক্ষোভ সমাবেশে প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে ও তপন জ্যোতি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিরন জয় ত্রিপুরা, শান্তিময় চাকমা প্রমুখ।

বক্তারা সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক পাহাড়ির জুমের ঘর জ্বালিয়ে দেয়ার নিন্দা জানান। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

তারা সাজেকের উদাহরণ দিয়ে বলেন, সেনাবাহিনী পর্যটন স্থাপনের ফলে সাজেকে বহু পাহাড়িকে নিজ বসতভিটা, জায়গা-জমি হারিয়ে এখন অসহায় জীবন-যাপন করতে হচ্ছে। এখন আবার তারা সিন্দুকছড়িতে পর্যটন স্থাপনের মাধ্যমে পাহাড়িদের সেখান থেকে বিতাড়নের পাঁয়তারা করছে।

বক্তারা বলেন, পার্বত্য চুক্তি লঙ্ঘন করে সেনাবাহিনী যেভাবে পার্বত্য চট্টগ্রামে জোরজবরদস্তি করে পাহাড়িদের জায়গা-জমি বেদখল করছে তা কখনো মেনে নেয়া যায় না। তাই দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বক্তারা অবিলম্বে নিরীহ পাহাড়ি জনগণের উপর সেনাবাহিনীর এমন উৎপীড়ন বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গতরাত ২টার দিকে সিন্দুকছড়ির পক্ষীমুড়ো এলাকায় ঠাণ্ডাছড়িতে একদল সেনা সদস্য ননজয় ত্রিপুরা নামে এক জুমচাষীর জুম ঘর আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। একই সময় অপর একটি সেনা দল পক্ষীমুড়েতে পনে রঞ্জন ত্রিপুরা নামে অপর একজন জুম চাষীর নির্মানাধীন জুম ঘরও ভেঙে দেয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More