কাউখালী(রাঙামাটি) : অপহৃত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে তিন নারী সংগঠন (হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি)-এর আহ্বানে আজ ২ এপ্রিল ২০১৮ রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়, হারাঙ্গী উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, শীলছড়ি জুনিয়র স্কুল এবং ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে ক্লাশ বর্জনের চিত্র দেখা গেছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি আবাসিক নামক স্থান থেকে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হিল উইমেন্স ফেডাারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে গত ৩০ মার্চ নান্যাচরে তিন নারী সংগঠন (হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি)-এর আয়োজিত সমাবেশে সেনাবাহিনী হামলা চালিয়ে ভণ্ডুল করে দেয়। উক্ত হামলার প্রতিবাদে ও দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে ঐদিন তিন নারী সংগঠন নান্যাচর ও কাউখালী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা দেয়।
এদিকে, অপহরণের ১৬ দিন পার হলেও উদ্ধার হয়নি দুই নেত্রী। উক্ত অপহরণ ঘটনার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামসহ দেশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
———————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।