সমকালীন ছড়া

নিয়োগ বাণিজ্য

4
15

[খাগড়াছড়ি জেলা পরিষদে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে এস. চাঙমা সত্যজিৎ চেকখভো-এর লেখা “নিয়োগ বাণিজ্য” নামের ছড়াটি হুবহু প্রকাশ করা হলো- সম্পাদক মণ্ডলী]

নিয়োগ বাণিজ্য
— এস. চাঙমা সত্যজিৎ চেকখভো

একে শুণ্য দুয়ে লাভ তিনে পুড়ে ঘর,
চারে স্থিতি পাঁচে নাশ ছয়ে সোদাগর
সপ্তদিনে ভাগ্য লিপি অষ্টবসু ফাঁস-
নবমীতে অবতার নবগ্রহ বাস।

দশি মিলি হারিজিতি নাহি পায় লাজ,
দোষা দশে একাদশে বর্ষ বার মাস;
ত্রয়োদশে ভাগ্য নাশে চৌদ্দ ভূতে বলে
পঞ্চদশে কোটিপতি দুর্নীতিতে চলে।

মেধাহীনা অর্থ দেনা নিয়োগ বাণিজ্য,
বুদ্ধিজীবি-পেশাজীবি নিরবে আশ্চর্য্য;
আন্দোলনে শিষ্য সংঘ গুরুজনে চুপ
কোটি টাকা বিনিময়ে পরিষদে ঢুক।

দিবা নিশি কোটিপতি দুর্নীতিতে সেরা,
স্বার্থবাদী প্রতিনিধি বাজাইল ডেরা;
খাগড়াছড়ি পরিষদে করে দুর্নীতি
ঘুষ-বাণিজ্য শিক্ষকের নিয়োগে প্রীতি।

পঞ্চদশে পরিষদে দুর্নীতিতে খেলা,
জনস্বার্থে উন্নয়নে করে অবহেলা;
সর্ব সেরা ঘুষে ভরা জেলা পরিষদ-
ঐক্যবদ্ধ আন্দোলনে দুর্নীতিকে বধ।
—–
এস. চাঙমা সত্যজিৎ চেকখভো
সাংবাদিক, কবি ও গবেষক

———————————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.