মাটিরাঙ্গার তবলছড়িতে ৭ পাহাড়ি জুমচাষীর জুম ঘর পুড়িয়ে দিয়েছে সেটলার বাঙালিরা!

0
41

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২ জুন ২০২৩

সেটলার বাঙালিরা পাহাড়ি জুমচাষীদের জুম ঘর পুড়িয়ে দেয়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাইফু কার্বারি পাড়া এলাকায় সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে ৭ জন পাহাড়ি জুমচাষীর জুম ঘর পুড়িয়ে দিয়েছে ও লুটপাট চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (১ জুন ২০২৩) সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে।

যাদের জুম ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তারা হলেন- ১. নাম- চন্দ্র শিশি ত্রিপুরা (৬০), পিতা-মৃত হংকর ত্রিপুরা; ২.  বিজয় ত্রিপুরা (২৮), পিতা- ত্রিনয়ন ত্রিপুরা; ৩। বিপিন ত্রিপুরা (২৯), পিতা- বর্ব শংকর ত্রিপুরা; ৪। জ্ঞান জ‍্যোতি ত্রিপুরা (৫২), পিতা- বজেন্দ্র ত্রিপুরা; ৬. রহিম ত্রিপুরা (৪২), পিতা- রমিনী কুমার ত্রিপুরা; ৬. দহ ত্রিপুরা (৪৪), পিতা- হেরা কুমার ত্রিপুরা ও ৭. ধন ভূষণ ত্রিপুরা (৪৬), পিতা- চন্দ্র হরি ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার সময় ১০/১২ জন সেটলার বাঙালি সংঘবদ্ধ হয়ে লাইফু কার্বারি পাড়া এলাকায় উক্ত ৭ পাহাড়ির জুম ঘরে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে নেতৃত্বে ছিলেন মো. আজিজুল (৫০), পিতা মৃত আমীর উদ্দীন, গ্রাম- হাজিপাড়া।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক জুম চাষী বলেন, আমরা প্রতিদিনের ন্যায় গতকালও সারা দিন জুমের কাজে ব‍্যস্ত ছিলাম। কাজ শেষে যখন ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছি এমন সময় মূখে গামছা বাঁধা অবস্থায় ১০-২০ জন সেটেলার বাঙালি হৈ-হুল্লা করে ধর ধর বলে চিৎকার দিয়ে আমাদের জুম ঘরের দিকে এগিয়ে আসে। তখন আমি বাধ‍্য হয়ে প্রাণ বাঁচাতে জুমের পাশের জঙ্গলে লুকিয়ে পড়ি। সেখান থেকে তাদের (সেটেলারদের) পর্যবেক্ষণ করি। ঐ সময় তাঁরা একে একে সাতটি জুম ঘরে আগুন লাগিয়ে দেয়। জুম ঘরে রাখা বিভিন্ন ফল শাক সবজি ও ধানের বীজ লুট করে নিয়ে যায়।

আরেক প্রত‍্যক্ষদর্শী কীত্তধন ত্রিপুরা বলেন, আমাদের জুম ঘর থেকে ফেরার রাস্তায় পুড়িয়ে দেওয়া জুমঘরগুলোর অবস্থান। আমরা দু’জন (কীত্তধন ও জ্যোতি মালা ত্রিপুরা) জুমের কাজ শেষে যখন বাড়িতে ফিরছি এমন সময় সেটেলার বাঙালিরা আমাদেরকে দেখে ধর ধর বলে চিৎকার করে আমাদের ধাওয়া করলে আমরা কোনমতে সেখান থেকে পুর্বকিকে (কেয়া পাড়ার দিকে) পালিয়ে আসতে সক্ষম হই।

স্থানীয় পাহাড়িদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেটেলার বাঙালিরা ঐ এলাকায় পাহাড়িদের জুমচাষের জায়গা বেদখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে এলাকা থেকে পাহাড়িদের উচ্ছেদ করতে সেটলাররা হামলা, পাহাড়ি নারীদের উপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে থাকে। উদাহারণ হিসেবে তারা ২০২০ সালের ৯ সেপ্টেম্বর কেয়াপাড়ায় এক ত্রিপুরা নারীকে ধর্ষণ ও ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মনসুর আলী কর্তৃক আরেক ত্রিপুরা নারী ধর্ষণের ঘটনাও তুলে ধরেন।

ভিডিও ফুুটেজ:


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.