ঢাকা : রানা প্লাজা ধ্বসে নিহতদের প্রতি সম্মান জানিয়ে সাভারস্থ অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট। আজ ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ৫ বছর পূর্তিতে সকাল ৭টা ৩৫মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্টের সভাপতি প্রমোদ বিকাশ চাকমা ও সাধারণ সম্পাদক কনক জ্যোতি চাকমা।
শ্রদ্ধা নিবেদনের আগে মিছিল সহকারে গিয়ে অস্থায়ী স্মৃতিসৌধের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট-এর সভাপতি প্রমোদ বিকাশ চাকমা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিধ্বস্ত রানা প্লাজার মালিক ও খুনী সোহেল রানাসহ অন্যান্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবন ধ্বসে আহত ও নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের দাবি জানান।
বক্তারা আরো বলেন, দেশের বেশীরভাগ কল-কারখানায় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। একেকটা কারখানা যেন মনুষ্যসৃষ্ট একেকটা মৃত্যুকূপ। মজুরী শোষণ ছাড়াও কর্মস্থলে বিশেষ করে নারী শ্রমিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হন এবং অধিকাংশ কারখানায় মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না। বক্তারা সকল কল-কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত ও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।