লামায় রেংয়েন কার্বারী পাড়ায় হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় চার সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

0

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩

লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ায় অসহায় এক ম্রো পরিবার

বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নে ডুলুছড়ি মৌজায় “লামা রাবার ইন্ডান্ট্রিজ” কোম্পানির দুর্বৃত্তদের কর্তৃক রেংয়েন ম্রো কার্বারী পাড়ায় ৩টি বাড়িতে অগ্নিসংযোগ ৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, হিল কালচারাল ফোরাম ও ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থী পরিবার।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়র শিক্ষার্থী রনজেন চাকমা, হিল কালচারাল ফোরামের সভাপতি প্যাশন চাকমা এবং ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থী পরিবারের প্রতিনিধি হেমা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি গত ২ জানুয়ারি ২০২৩ রাত ১টায় বান্দরবানে লামায় সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, নুরু ও মহসিনের নেতৃত্বে রাবার বাগানের একদল শ্রমিক ও ৪ ট্রাক বহিরাগত ভাড়াটেসহ ১৫০ জনের অধিক দুর্বৃত্ত রেংয়েন কার্বারী পাড়ায় হানা দিয়ে সেখানকার পাহাড়িদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পাড়াবাসীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে ম্রো জাতিসত্তার ৩ বাড়িতে অগ্নিসংযোগ, ৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

রেংয়েন পাড়া ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রেংয়েন কার্বারী পাড়ার অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের ঘটনা নতুন কোন ঘটনা নয়, রেংয়েন ম্রো, লাংকম ম্রো কার্বারী পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়ার ম্রো ও ত্রিপুরা জাতিসত্তাদের সেখান থেকে উচ্ছেদ করতে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি মালিকেরা পরিকল্পিভাবে দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ।

ক্ষোভ প্রকাশ করে চার সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গতবছর থেকে লামা রাবার ইন্ডাস্ট্রিজের গদফাদাররা ম্রো ও ত্রিপুরা জাতিসত্তার তিন গ্রামবাসীদের ভোগদখলীয় ৪০০ একর ভূমি বেদখলের জন্য হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছিল। খাবার পানির উৎসতে বিষ ঢেলে দিয়ে গ্রামবাসীদের হত্যার চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনায় প্রশাসন এখনো পর্যন্ত কোন সুষ্ঠু তদন্ত ও জড়িতদের  বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এর মাধ্যমে রাষ্ট্রের প্রশাসন রাবার কোম্পানির পক্ষালম্বন করার বহিঃপ্রকাশ ঘটেছে। একই সাথে দেশের বিচারহীনতার সংস্কৃতি তাতে প্রতীয়মান হয়েছে। আমরা লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রশাসনের এহেন কর্মকান্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে “লামা রাবার ইন্ডাস্ট্রিজ” কোম্পানির মালিকসহ ঘটনায় নেতৃত্বদানকারী রাবার কোম্পানি দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, নুরু ও মহসিনসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের নিশ্চিত করতে জোর দাবি জানান।

হিল কালচারাল ফোরামের সাংগঠনিক সম্পাদক সুদর্শন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতির বিস্তারিত জানানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More