শুক্রবার ঢাকায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ করবে ইউডব্লিউডিএফ

0
4

ঢাকা : আগামীকাল শুক্রবার (১৭ আগস্ট) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে নারী নির্যাতন বিরোধী সমাবেশ করবে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউডব্লিউডিএফ)।

সমাকেশে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিক ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেবেন  বলে সংগঠনের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সমাবেশে সংবাদপত্র ও টেলিভিশনের সংবাদ কর্মী ও চিত্রগ্রাহক পাঠিয়ে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল সম্পাদকগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি এই সমাবেশের ঘোষণা দিয়েছিল।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.