জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলসহ তিন দফা দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পিসিপি’র বিক্ষোভ

0

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলসহ তিন দফা দাবিতে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভের একাংশ।

জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল কর, ভুলে ভরা নিম্নমানের পাঠ্যপুস্তক বাতিল কর, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম কমাও এই তিন দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের দেশব্যাপী  বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার ১৫ জানুয়ারি ২০২৩ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা শাখা। 

আজ বিকাল ৩টায় খাগড়াছড়ি সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন দেওয়ান। 

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার অপরিহার্য উপকরণ হচ্ছে বই। সরকার এবছরে শিক্ষার্থীদের দেয়া বইগুলোতে খুবই নিম্নমান এবং ভুলে ভরা। সেখানে  দেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহের ব্যঙ্গ করে নানান বক্তব্য উত্থাপন করা হয়েছে ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। এই সরকার ইতিহাস বিকৃতি করে, ভূলে ভরা পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের  মাঝে বিতরণ করে তাদেরকে ভূল ধারনা দেয়া হচ্ছে। এছাড়াও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি করে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ব্যয়ভার বাড়িয়ে দিয়েছে তা অযুক্তিক এবং কখনো মেনে নেয়ার মত নয়।

সমাবেশ থেকে বক্তারা জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, ভূলে ভরা নিম্ন মানের ছাপানো বই বাতিল এবং কাগজ, কলমসহ শিক্ষা সামগ্রীক উপকরণ দাম কমানোর জন্য সরকারে প্রতি আহবান জানান।

গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শিক্ষা উপকরণ দাম কমানোসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ

একই দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখা। আজ দুপুর ১২ টায় রাঙামাটি জেলা সদর উপজেলা কুদুকছড়িতে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও সাধারণ সম্পাদক তনুময় চাকমা বক্তব্য প্রদান করেন।

সমাবেশ থেকে বক্তারা, তিন দফা দাবি আদায়সহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানানো হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More