অতিথি দেওয়ান বাঁচতে চায়

1
7

সিএইচটিনিউজ.কম
athiti 6মহালছড়ি প্রতিনিধি: অতিথি দেওয়ান, বাবার নাম বীরমঙ্গল দেওয়ান। গ্রাম- জগনাতলী, উপজেলা: নানিয়াচড়, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বয়স ২২ বছর। সে ২ বছর যাবৎ দুরারোগ্যে রোগ “ লিভার ক্যান্সারে” আক্রান্ত । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। বর্তমানে ভারতে চিকিৎসাধীন। ভারতীয় চিকিৎসকেরা বলেছেন অতিথি দেওয়ানকে বাঁচাতে হলে চিকিৎসার জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার প্রয়োজন। অতিথি দেওয়ান এর গরীব বাবার এত টাকা যোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান, ধার্মিক, প্রবাসীসহ সকল মানবতাবাদীদের অর্থ সাহায্যের আবেদন করেছে। আপনার সামান্য সহযোগিতা অতিথি দেওয়ান এর বড় পাওয়া। রোগ মুক্ত হয়ে ফিরে পেতে পারে অতিথি দেওয়ান এর পূর্বের জীবন।

অতিথি দেওয়ান এর চিকিৎসা খরচের জন্য একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে, যার হিসাব নং ৬৯৪২, সোনালী ব্যাংক, মহালছড়ি শাখা, খাগড়াছড়ি। মেয়েটির ব্যাপারে বিস্তারিত জানার জন্য প্রয়োজনে সরাসরি এই মোবাইল নাম্বারে ০১৮২৩১১৮৩৪৩ যোগাযোগ করা যাবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.