কাউখালীতে স্বামীকে বেঁধে রেখে গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ
সিএইচটিনিউজ.কম
কাউখালী প্রতিনিধি : রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় সাদ্দাম হোসেন(২১), পিতা-হাশেম হোসেন, বাপ্পী মজুমদার (২২), পিতা- গৌরাঙ্গ মজুমদার সহ ৫ জনের একদল দৃর্বৃত্ত হেডম্যান পাড়ার অংসিমং মারমার বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা অংচিমং মারমাকে মুখ চেপে ধরে বেঁধে রেখে মারধর করে ও তার গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ করে। তারা একটি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় অংসিমং মারমা গতকাল শুক্রবার কাউখালী থানায় মামলা দায়ের করতে গেলে ওসি না থাকায় মামলা নেয়া হয়নি বলে জানা গেছে।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।