খাগড়াছড়ি : ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে দিয়েছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০১৭) ভোর হওয়ার কিছু আগে খাগড়াছড়ি রিজিয়নের একদল সেনা সদস্য হেঁটে হেঁটে গিয়ে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়তে ছিঁড়তে স্বনির্ভর হয়ে পেরাছড়ার দিকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অপরদিকে গতকাল সোমবার সেনাবাহিনীর সহযোগীতায় নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা রাঙামাটির নান্যাচর উপজেলার টিএন্ডটি এলাকায় লাগানো ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারগুলো ছিঁড়ে দেয় বলে জানা গেছে।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।