দীঘিনালা : ‘ভূমি বেদখলে বিরুদ্ধে সোচ্চার হোন’ এই আহ্বানে দীঘিনালা বাবুছড়ায় বিজিবি কর্তৃক উচ্ছেদকৃত ২১ পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং সরকার ও এলাবাসীর সাথে সৃষ্ট সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখা।
রবিবার (১৯ জুন) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়নের কৃপাপুর বাজারে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেন্টু চাকমার সঞ্চালনায়, সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা শাখার সাধারন সম্পাদক সজীব চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পিসিপি’র দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি নীকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাধারন সম্পাদক ডেইজি চাকমা, ইউপিডিএফ সদস্য অম্লান চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পুনর্বাসন বিষয়ে সরকারের প্রতিনিধিরা বিভিন্ন আশ্বাস দিয়ে বার বার কালক্ষেপন করে যাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত ২১ পবিরার ও জনগণের দাবি পূরণ না করার ষড়যন্ত্র।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ ও অনতিবিলম্বে দীঘিনালা বাবুছড়ায় বিজিবি কর্তক উচ্ছেদের শিকার ২১ পরিবারকে পুনর্বাসন ও জণগনের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।