লক্ষীছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতা সুনীল বিকাশ ত্রিপুরা (কাথাং)-কে হত্যার প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম লক্ষীছড়ি উপজেলা শাখা।
গতকাল সোমবার সকাল ১১টায় লক্ষীছড়ি উপজেলা দুইল্যাতলী ইউনিয়নের চাইল্যাতলীতে এই বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর উপজেলা সংগঠক নিংসাউ মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি রিপন চাকমা ও এইচডব্লিউএফ-এর সাংগঠনিক সম্পাদকে চন্দনা চাকমা প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা, সুনীল বিকাশ ত্রিপুরাসহ ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের হত্যাকারী জেএসএস সংস্কার-নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারে দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার পানছড়ি উপজেলার মরাটিলায় সেনা মদদপুষ্ট জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক সুনীল বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।