লক্ষ্মীছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ টি, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন চাকমা, বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমা, প্রবিল কুমার চাকমা, স্বপন চাকমা, মনিভদ্র চাকমা, বাবুল চৌধুরী, নীল বর্ণ চাকমা, মংক্যচিং মারমা, সুপার জ্যোতি চাকমা, চাথোয়াই মারমা, দেবরাণী চাকমা ও উছাখই মারমা মনোনয়ন পত্র নিয়েছেন।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে অংগ্য প্রু মারমা, রতন বিকাশ চাকমা, ত্রিলন চাকমা, হরিমোহন চাকমা এবং মহিলা ভাইস-চেয়াম্যান পদে মেরিনা চাকমা, বেবি রানী বসু ও সাগরিকা চাকমা মনোনয়ন পত্র নিয়েছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এ উপজেলায় আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। ৪ ফেব্রুয়ারি বাছাই এবং ১১ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।