বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রভাংশু ত্রিপুরা

0

ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম

২০১৩ বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন প্রভাংশু ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার একাডেমি মিলনায়তনে মহাপরিচালক শাসুজ্জামান খান এ পুরস্কার ঘোষণা করেন।

এ বছর কবিতায় হেলাল হাফিজ, কথাসাহিত্যে পূরবী বসু, প্রবন্ধে মফিদুল হক, গবেষণায় জামিল চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরাকে মনোনীত করা হয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুন হাবিব, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনিতে মাহফুজুর রহমান, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শহীদুল ইসলাম, শিশুসাহিত্যে কাইজার চৌধুরী ও আসলাম সানী এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। (সূত্র: প্রথম আলো)

উল্লেখ্য, প্রভাংশু ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে একজন বিশিষ্ট গবেষক ও লেখক। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি তার মূখ্য গবেষণার বিষয় হলেও তিনি ছোটগল্প, উপন্যাস, নাটক ও গান প্রভৃতি বিষয়ের উপর অনেক গ্রন্থ রচনা করেছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More