মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে

খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের আধ ঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালন

0

খাগড়াছড়ি : ‘প্যালেস্টাইন সংহতি দিবস’-এ অংশগ্রহণের দায়ে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার, মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এবং ইউপিডিএফ ভুক্ত সংগঠনের নেতা-কর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৫ নারী সংগঠনের ডাকে খাগড়াছড়িতে আধ ঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

roadblockedkhg2

আজ বৃহস্পতিবার (১ জুন ২০১৭) সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত জেলা সদরের মহাজন পাড়া ও চেঙ্গী ব্রিজ এলাকায় রাজপথ অবরোধ করে রাখা হয়।

অবরোধ চলাকালিন বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা, নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সদস্য জেসিম চাকমা।roadblockedkhg1

বক্তারা বলেন, গত ২৯ নভেম্বর ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠনের উদ্যোগে খাগড়াছড়িতে আয়োজিত ‘জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিন সংহতি দিবসের’ কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনী অংশগ্রহণকারীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় এবং ফ্যাসিষ্ট কায়দায় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে হয়রানি করে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করায় এখনো প্রতি মাসে তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়। এভাবে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হিল উইমেন্স ফেডারেশনসহ ইউপিডিএফভুক্ত সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।roadblockedkhg3

বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের দূত ও প্রেসিডেন্ট মাহম্মুদ আব্বাস বাংলাদেশে সফরে এলে সরকারের পক্ষ থেকে ‘বাংলাদেশ সরকার ফিলিস্তিন জনগণের সাথে আছে বলে বিবৃতি দেওয়া হয়’। অথচ ফিলিস্তিন সংহতি দিবসে সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে খাগড়াছড়িতে হামলা ও নেতা-কর্মীদের নিপীড়ন করা হয়েছে।roadblockedkhg4

বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, খাগড়াছড়িতে নিয়োজিত সেনা-পুলিশ কর্মকর্তারা, বিচারকগণ কী ফিলিস্তিন জনগণের সংগ্রামের বিরোধী নাকি তারা ইসরায়েলের পক্ষে? তা না হলে একটা ঘৃণ্য মিথ্যা মামলা খারিজ করে দেওয়া হচ্ছেনা কেন?roadblockedkhg5

বক্তারা ফিলিস্তিন সংহতি দিবসে অংশগ্রহণের কারণে নিরূপা চাকমা ও দ্বিতীয়া চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ ইউপিডিএফভূক্ত সকল সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More