রমেল হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবীতে খাগড়াছড়ি জেলায় হাতে লেখা পোস্টারিং করেছে পিসিপি

0
খাগড়াছড়ি: গত ৫ এপ্রিল নান্যাচর উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যাচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে সেনাবহিনী কর্তৃক আটকের পর অমানুষিক নির্যাতনের করে হত্যার প্রতিবাদ ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় হাতে লেখা পোষ্টারিং করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।18191362_431282070568586_544328415_n

 
জেলার দীঘিনালা, পানছড়ি, মাহলাছড়ি, গুইমারা, মানিকছড়ি, মাটিরাাঙ্গা, লক্ষীছড়িসহ সকল উপজেলা ও ইউনিয়ন শাখা কমিটির উদ্যোগে শহীদ রমেল চাকমা হত্যার বিচারবিভাগীয় তদন্তসহ বিভিন্ন দাবীতে হাতে লেখা পোস্টার লাগানো হয়েছে।
18155363_1918148918461129_503271532_n
গুইমারা উপজেলায় পোস্টার লাগানোর পর সেনাবাহিনী জানতে পারলে গুইমারা রিজিয়নের সেনা কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে এসব পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এরপর গুইমারা রিজিয়নের স্থানীয় চর মো: কুদ্দুসের নেতৃত্বে কিছু ভাড়া করা লোক গিয়ে লাগানো পোস্টার ছিঁড়ে দেয়।18136076_431281853901941_452881164_n
 _________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More