রামগড় এলাকাবাসীর বৈ-সা-বি র‌্যালি

0

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

“যা কিছু অসুন্দর, দুঃখ-গ্লানি, অন্যায়-অবিচার দুর হয়ে যাক” শ্লোগানে ঐক্য-সংহতি-সম্প্রীতির চেতনায় এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির কামনায় পাহাড়িদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু…) র‌্যালি করেছে রামগড় এলাকাবাসী।

আজ বুধবার (১২ এপ্রিল ২০২৩) সকাল সাড়ে ৮টায় রামগড়ের কালাপানি থেকে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গাড়ি যোগে র‌্যালি করে রামগড়ের ফেনী নদীর দারোগা পাড়া ঘাটে যাওয়া হয়। সেখানে ফেনী নদীতে ফুল ভাসিয়ে আগামী দিনের জন্য সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়। অংশগ্রহণকারীরা সকলে নিজ নিজ জাতীয় পোশাক পরিধান করেন।

ফুল ভাসানোর পরে উক্ত স্থান থেকে র‍্যালি সহকারে রামগড় শহীদ মিনারে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয়। এতে র‌্যালি আয়োজক কমিটির সদস্য অমিত মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি ও মেম্বার চৈথাই মারমা ও ছাত্র সমাজের পক্ষ থেকে নয়ন চাকমা।

বক্তারা বলেন, বৈসু, সাংগ্রাই, বিঝু উৎসব আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববন্ধনকে সুদুঢ় করে। অতীতের সব অমঙ্গল কেটে গিয়ে আগামী নতুন বছর বা দিনগুলো যেন আমাদের সমাজ ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এবং ঐক্য-ভ্রাতৃত্ব সুদৃঢ় হয় সেই কামনা করছি।

তারা আরও বলেন, আমাদেরকে নিজ নিজ জাতির সংস্কৃতি, ঐহিত্যকে ধরে রাখতে হবে। তার জন্য আমাদের সকল জাতিসত্তার নিজ নিজ পোশাক পরিধান করা, ঐতিহ্যবাহী সঙ্গীতগুলোকে সংরক্ষণ করা দরকার।

বক্তারা নানা চক্রান্ত ও বাধা-বিপুত্তর মধ্যে্ও বৈ-সা-বি’র চেতনা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তাদের বক্তব্য শেষে সকাল ৯:৪৫ টায় অনুষ্ঠানটি শেষ হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More