রামগড়ের হাফছড়িতে জমি বেদখল প্রচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

0

সিএইচটি নিউজ ডটকম
Protest rally in Khagrachari2, 05,08.2015খাগড়াছড়ি প্রতিনিধি।। রামগড়ের হাফছড়িতে (সাপছড়ি) সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের জমি বেদখল চেষ্টার প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকালে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও জেলা কমিটির অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা।

বিক্ষোভ মিছিলটি বিকাল ৩:৩০ টায় শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে রতন স্মৃতি চাকমা অভিযোগ করে বলেন, বাঙালি সেটলাররা সেনাবাহিনীর পাহারায় রামগড়ের হাফছড়িতে সাধন চাকমা ও থুইয়ো মারমার জমি বেদখল করেছে। তারা এখন সেখানে জঙ্গল সাফ করছে।

বক্তারা আরো বলেন, রামগড় মানিকছড়ি এলাকায় ভূমি বেদখলের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন সেটলাররা সেনাবাহিনীর সহায়তায় পাহাড়িদের জমি জোর করে দখল করছে। সেনাবাহিনীর ভয়ের কারণে সাধারণ জনগণ প্রতিবাদও করতে পারছে না।

বক্তারা অবিলম্বে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ ও ভূমি বেদখল বন্ধের দাবী জানান।
——————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More