খাগড়াছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপুর্ণভাবে শুরু হয়েছে

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ রবিবার শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। এ বছর খাগড়াছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭হাজার ৩শত ১২জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করছে। গত বছর  অংশগ্রহন করেছিল ৭হাজার  জন ছাত্র/ছাত্রী।

জেলার আট উপজেলার মোট ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার শুরুর দিনে  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: মাসুদ করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা-আইসিটি) মোঃ মোল্লা মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস সালামসহ জেলা শহরের বিভিন্ন স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More