বগাছড়িতে সেটলার হামলায় ক্ষতির শিকার ৫৩ শিক্ষার্থী

0

সিএইচটিনিউজ.কম
Bogachari photo5রাঙামাটি: রাঙামাটির নানিয়াচরের বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িসহ ৩টি পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিদের হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন শ্রেণীর ৫৩ জন শিক্ষার্থী ক্ষতির শিকার হয়েছে। তাদের বইপত্র থেকে শুরু করে যাবতীয় শিক্ষা উপকরণ পুড়ে গেছে।

শিক্ষার্থীদের মধ্যে ১ম শ্রেণীতে ১৭ জন(ইউনিসেফ স্কুলের শিক্ষার্থীসহ), ২য় শ্রেণীতে ৭ জন, ৩য় শ্রেণীতে ১ জন, চতুর্থ শ্রেণীতে ১ জন, ৫ম শ্রেণীতে ৪ জন, ৬ষ্ঠ শ্রেণীতে ৮ জন, ৭ম শ্রেণীতে ৩ জন, ৮ম শ্রেণীতে ১জন, ৯ম শ্রেণীতে ৫জন, একাদশ শ্রেণীতে ৪ জন এবং অনার্স ও ডিগ্রী পড়ুয়া ২ জনের তালিকা পাওয়া গেছে। সবকিছু পুড়ে যাওয়ায় এইসব শিক্ষার্থীদের পড়াশুনার অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সকালে সেনাবাহিনীর সহায়তায় বাঙালি সেটলাররা সংঘবদ্ধ হয়ে সুরিদাস পাড়া, নবীন তালুকদার পাড়া ও বগাছড়ি পাড়ায় হামলা চালিয়ে ৫০টি বসতবাড়ি, ৭টি দোকান ও ১টি ক্লাবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একই সময়  সেটলাররা করুণা বনবিহার নামে একটি বৌদ্ধ বিহারে হামলা, বুদ্ধমূর্তি ভাংচুর-লুটপাট ও বিহারে অগ্নিসংযোগের চেষ্টা করে।
———————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More