লামায় ৩১ টি রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে

0
বান্দরবান প্র্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 
লামা: বান্দরবানের লামায় ৩১ টি এমপিওভুক্ত রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে ২৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন উপজেলা শিক্ষা অফিসে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।সুত্র আরো জানায়, গত ৯ জানুয়ারি প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয সরকারি করার ঘোষনা দিয়েছিলেন। তারই বাস্তবায়ন অংশ হিসেবে অত্র উপজেলার ৩১ টি বিদ্যাল সরকারি করা হলো। এসকল বিদ্যলয়ে কর্মরত ৪ জন করে ১২৪ জন শিক্ষক গত জানুয়ারি মাস থেকে সরকারি ভাবে নির্ধারিত বিধি মোতাবেক বেতন-ভাতার সুযোগ সুবিধা ভোগ করবেন। তার সাথে ৩২ টি বিদ্যালয়ে অধ্যায়ন রত ৪ হাজার ১ শত ৯৮ জন ছাত্র-ছাত্রী সরকারি প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবে বলে সুত্র জানিয়েছে।

এই বছরের জুলাই থেকে দ্বিতীয় ধাপে স্থায়ী, অস্থায়ী নিবন্ধন প্রাপ্ত, পাঠ দানের অনুমতি প্রাপ্ত , কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও কর্তৃক নির্মিত, পরিচালিত অবশিষ্ট বিদ্যলয় গুলো এবং ৩য় ধাপে আগামি বছর জানুয়ারিতে পাঠদানের অনুমতির সুপারিসপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির জন্য অপেক্ষমান বিদ্যালয় গুলোকে জাতীয়করণের আওতাভুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। [সিটিজি টাইমস ]

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More