
রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে মারা গেছেন ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামে এক বৌদ্ধ ভিক্ষু।
আজ সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৫ টায় বিহারের পাশে এই ঘটনা ঘটে।
নিহত ভদন্ত আজ্ঞাধাম্মা থের রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা শেষ করে বিহার থেকে বের হলে বন্য হাতি তাকে আক্রমন করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। আশেপাশে বাড়ি ঘর দূরে থাকায় সেই মুহূর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসতে পারেনি।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা গেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।