খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে উৎসবমূখর পরিবেশে বৈসাবি র্যালি করেছে পার্বত্য চট্টগ্রামের শিশু-কিশোরদের সংগঠন অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র। রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে প্রায় ৫ শতাধিক শিশু কিশোর স্ব স্ব জাতীয় পোষাক পরিধান করে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “উৎসবের জন্য চাই গণতান্ত্রিক পরিবেশ, আগামী ইতিহাস গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হও, নিজেকে দক্ষ-যোগ্য করার জন্য প্রস্তুতি নাও!”
সকাল ১১টায় খাগড়াছড়ির মধুপুর বাজার থেকে র্যালিটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ্ঘুরে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে অগ্রণী শিশু-কিশোর কেন্দ্রের আহ্বায়ক জিকো চাকমা ও সদস্য সচিব ভাস্কর চাকমাসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
র্যালিতে রূপকথায় কল্পিত ঐতিহাসিক ‘বার্গী’ পাখি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল খাগড়াছড়িতে শিশু-কিশোরদের এক সভা আয়োজনের মাধ্যমে অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র নামের এই সংগঠনটি গঠিত হয়।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।