পানছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা না পেয়ে সংস্কারবাদী জেএসএস দুর্বৃত্ত কর্তৃক দেবদাস চাকমা(৫২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৮ জুন ২০১৮) রাতে এ ঘটনা ঘটে।
আটক দেবদাস চাকমা কুঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দক্ষিণ নালকাটা গ্রামের প্রসন্ন মোহন চাকমার ছেলে।
জানা যায়, লতিবান ইউপি’র সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা ও ইউপিডিএফ-এর লোকজনকে বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ করে গত ১২ ও ১৬ জুন দেবদাস চাকমাকে মোবাইল ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সংস্কারবাদী সন্ত্রাসী দীপন আলো চাকমা ও নকুল চাকমা। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে নানা হুমকি প্রদান করে।
এ বিষয়ে দেবদাস চাকমা উপজেলা শিক্ষা অফিসার সজিব মিত্র চাকমাকে অবগত করলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।
কিন্তু গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার দিকে দীপন আলো চাকমার নেতৃত্বে ৫ জন সংস্কারবাদী দুর্বৃত্ত পানছড়ি থানা পুলিশকে সাথে নিয়ে দক্ষিণ নালকাটা গ্রামের নিজ বাড়ি থেকে দেবদাস চাকমাকে আটক করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্ত ও পুলিশ সদস্যরা রূপন চাকমা নামে অপর এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে পানছড়ি থানার ওসি এক জনপ্রতিধিকে জানান, বিজয় ত্রিপুরার খুনি মামলার আসামী হিসেবে দেবদাস চাকমাকে আটক করা হয়েছে। তাকে খাগড়াছড়ি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে একজন প্রধান শিক্ষককে অন্যায়ভাবে আটকের ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।