লক্ষীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ
অনুষ্ঠান শুরুতে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করে দেয়া জন্য প্রশাসন ও সেনাবাহিনী নানা তালবাহানা করেছে। তারা নানাভাবে আমাদের অনুষ্ঠানে বাধা দিয়েছে। প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা নির্ধারিত স্থানে অনুষ্ঠানটি করতে পারিনি। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের মতো একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের এ ধরনের আচরণ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট ছাড়া আর কিছুই নয়।
বক্তারা বলেন, এদেশের শাসকগোষ্ঠি, এখানকার প্রশাসন ছাত্র-যুব সমাজকে ধ্বংস করার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মদ, জুয়া, হিরোইনে আসক্ত করে ছাত্র-যুব সমাজকে আন্দোলন বিমূখ করার চেষ্টা চলছে। মুখোশ বাহিনীর আদলে এখানে বোরকা বাহিনী সৃষ্টি করে এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র-যুব সমাজকে গর্জে উঠতে হবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে শিক্ষণীয় বই প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)