সাজেকের বাঘাইহাটে জীপ সমিতি কর্তৃক গাড়ি আটকে রাখার অভিযোগ

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২১ মে ২০২৫

রাঙামাটির সাজেকে বাঘাইহাট জোনের সেনা গোয়েন্দাদের ইন্ধনে বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক সাজেক-দীঘিনালা গামী যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি বাঘাইহাট ষ্টেশনে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (২১ মে ২০২৫) উজো বাজারে সাপ্তাহিক হাটবারের দিন। সকাল ৬টা হতে বাঘাইহাট জীপ সমিতির কতিপয় জীপ মালিক ও ড্রাইভার হেল্পাদের দিয়ে সাজেক-দীঘিনালা যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। তারা বাঘাইহাট ষ্টেশনে রোড ব্লক করে রেখেছে।  

দীঘিনালা থেকে ব্যবসায়ীরা উজোবাজার যেতে চাইলে বাঘাইহাট বাজার থেকে মালবাহী গাড়ি দীঘিনালা দিকে ফেরত পাঠানো হয়। এছাড়াও সাজেক হতে দীঘিনালায় কোন যাত্রী গাড়িও যেতে দিচ্ছে না বাঘাইহাট জীপ-পিকআপ সমিতির লোকজন।

নাম প্রকাশের অনিচছুক আটকে পড়া এক বাঙালি ব্যবসায়ী জানান, সকালে দীঘিনালা বোয়ালখালী থেকে উজোবাজারে যেতে চাইলে আমাদের মালবাহী গাড়ী আটকানো হয়।

উজোবাজারের এক ব্যবসায়ী বলেন, দীর্ঘ দিন যাবৎ আমাদের ব্যবসায়িদের হয়রানি করা হচ্ছে কখনো সেনাবাহিনী কর্তৃক, কখনো জীপ সমিতি কর্তৃক নিত্যপ্রয়োজনীয় মালামাল বাঘাইহাট বাজারে আটকে রাখা হয়। আজও দীঘিনালা থেকে কিছু ব্যবসায়ি উজোবাজারে আসতে চাইলে তাদের আটকিয়ে ফেরত পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মে মো. জাকির নামে জীপ গাড়ি মালিকের একটি জীপ কয়েকজন স্থানীয় ছেলে কর্তৃক মাঝপথে গাড়ির চাকা পাংচার করে দেয়। এটি জানতে পেরে ইউপিডিএফের নেতৃবৃন্দ স্থানীয় মেম্বার দয়াধন চাকমার মাধ্যমে ১৯ মে বিষয়টি সমাধান করে দেন। কিন্তু আজ উজোবাজার হাটবারের দিন হঠাৎ করে জীপ সমিতি কোন কারণ ছাড়াই সাজেক-দীঘিনালা সড়কে গাড়ি চলাচল বন্ধ করে গণহয়রানি সৃষ্টি করেছে।  

জীপ সমিতি গাড়ি আটকে দেয়ার ফলে উজোবাজারের কাঁচামাল ব্যবসায়ীসহ সাজেক-দীঘিনালা আসা-যাওয়া বন্ধ হয়ে যায় এবং চরম দূর্ভোগে পড়েন স্থানীয় লোকজন।

রাঙামাটি থেকে আসান পরিসংখ্যান অফিসের এক কর্মকর্তার গাড়িও আটকে দেয়া হয় বলে জানা গেছে।

এদিকে, জীপ সমিতি কর্তৃক মালামাল ও যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়ার বিষয়টি জানাজানি হলে উজোবাজার সমিতি, মাচালঙ বাজার সমিতি, হোন্ডা সমিতি, সিএনসি সমিতি ও সর্বজনসাধারণ তাৎক্ষণিক বিক্ষুব্ধ অবস্থায় উজোবাজারে পর্যটনেরে গাড়ি আটকে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More