ভ্রাতৃঘাতি সংঘাত সংঘাত বন্ধ ও ঐক্য-সংহতি কামনায় তিন পার্বত্য জেলায় বিহার, মন্দির ও গীর্জায় গণ প্রার্থনা

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম

পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও ঐক্য-সংহতি কামনায় আজ ১৮ নভেম্বর, শুক্রবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন বিহার, মন্দির ও গীর্জায় একযোগে গণ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছেগণ প্রার্থনা ছাড়াও সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ পূজা, সহস্র প্রদীপ প্রজ্জ্বলনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়এ গণপ্রার্থনা সভায় এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইউপিডিএফ ও জেএসএস-এর কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন

গণপ্রার্থনা অনুষ্ঠানে অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়ে বলা হয়, ইউপিডিএফ চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সহযোগিতা দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে, তাই বল এখন জেএসএসর সন্তু গ্রুপের কোর্টেজেএসএস (সন্তু লারমা) গণ আকাঙ্খার সাথে একাত্ম হয়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করলেই পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে

যেসব স্থানে গণপ্রার্থনার আয়োজন করা হয়:
রাঙামাটি জেলার সদরের রাজ বন বিহার, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, নির্বানপুর বনবিহার, বন্দুকভাঙা ইউনিয়নের হারিক্ষ্যং বনবিহার, নান্যাচর উপজেলার রত্নাঙ্কুর বন বিহার, শাক্যমনি বৌদ্ধ বিহার, ১৮ মাইল সিদ্ধিমালংকার অরণ্য কুঠির, ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহার, বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চ; কাউখালী উপজেলার পানছড়ি বিনয়াঙ্কুর বন বিহার, ডাব্বুয়া হেডম্যান পাড়া শিশু সদন, নীচ কচুখালী সানু বৌদ্ধ বিহার, ১নং হাতিমারা বৌদ্ধ বিহার, চৌধুরী পাড়া বৌদ্ধ বিহার, ছোট ডলু ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার; বাঘাইছড়ি উপজেলার জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহার, বাঘাইছড়ি মুখ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার, বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলী জেতবন মঙ্গল বৌদ্ধ বিহার, মধ্যম বাঘাইছড়ি নবোদয় বৌদ্ধ বিহার, কাজলং আর্যপুর বন বিহার, রূপকারী ইউনিয়নের বড়াদাম ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার, সংঘপুর ধর্মশালা সার্বজনীন বনবিহার, সুবর্ণ বৌদ্ধ বিহার, মগবান শাক্যমনি বৌদ্ধ বিহার, মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহার, কজইছড়ি ভাবনা কুঠির, কদমতলী নবারুণ বৌদ্ধ বিহার, বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়াবিল প্রজ্ঞাঙ্কুর বৌদ্ধ বিহার, বালুখালী সাধনাচুক বন বিহার, রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, বালুকারাম বৌদ্ধ বিহার, উত্তর আগালাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বন বিহার, উত্তর বঙ্গলতলী নবজ্যোতি বৌদ্ধ বিহার, দণি বঙ্গলতলী মৈত্রী নিকেতন বৌদ্ধ বিহার, সাজেক ইউনিয়নের মৈত্রীপুর বনানী বনবিহার, গুচ্ছগ্রাম বৌদ্ধ বিহার, আজাছড়া বৌদ্ধ বিহার, মাজলং দশবল বৌদ্ধ বিহার, নন্দরাম বৌদ্ধ বিহার, লাঙলমারা বৌদ্ধ বিহার, ভাইবোন ছড়া বৌদ্ধ বিহার, লাঙলমারা বন কুঠির, লক্ষ্ণীছড়ি বৌদ্ধ বিহার ও লক্ষ্ণীছড়ি লুরি কিয়ং; রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের চৌচাক পাড়া বৌদ্ধ বিহার ও ঘিলামুখ আমতলী পাড়া বৌদ্ধ বিহার ও বিলাইছড়ি উপজেলার সদরের ধুপ্যাচর বৌদ্ধ বিহার

খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়ার ধর্মরাজিক বৌদ্ধ বিহার, মহাজন পাড়ার জনবল বৌদ্ধ বিহার, তেতুল তলা অগ্রমৈত্রী ভাবনা কেন্দ্র, উত্তর খবংপুয্যা দশবল বৌদ্ধে বিহার, দক্ষিণ খবংপুয্যা আদর্শ বৌদ্ধ বিহা;কমলছড়ি ইউনিয়নের আম্রকানন বৌদ্ধ বিহার, পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর আর্য্য বনবিহার, ৪মাইল এলাকার লক্ষ্মী নারায়ণ মন্দির, ৫ মাইল এলাকার শিবমন্দির, ১নং খাগড়াছড়ি ইউনিয়নের গামারিঢালা বন বিহার, গুঙুরোছড়ি নিংগ্রোধারণ বৌদ্ধ বিহার; ভাইবোন ছড়া ইউনিয়নের মুনিগ্রাম বৌদ্ধ বিহার, নোয়া পাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার, ছোটনালা জনকল্যাণ বৌদ্ধ বিহার, কুকিছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার, ছোটবাড়ি ক্যাথলিক গীর্জা, নির্মল কার্বারী পাড়া রাধা কৃষ্ণ মন্দির ও ২নং প্রকল্প গ্রামের সার্বজনীন জগন্নাথ মন্দির; দিঘিনালা উপজেলার দিঘীনালা বন বিহার, বাবুছড়া শান্তি নিবাস বৌদ্ধ বিহার, বড়াদাম বৌদ্ধ বিহার, বুদ্ধ পাড়া শিবমন্দির, ৮ মাইল এলাকার সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও জামতলী এসডিএ চার্চ; পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুঠির, পুজগাং বনবিহার, লোগাং বন বিহার, নালকাবা মদ্যম প্রদীপদ অরণ্য কুঠির, মরাটিলা শিবমন্দির, গঙ্গরাম নারায়ণ মন্দির, প্রদীপ পাড়া শিবমন্দির, পাকুজ্যাছড়ি মিলন বৌদ্ধ বিহার, তারাবুনিয়া খ্রিষ্টান মিশন, খর্গ পাড়া হরি মন্দির ও দেওয়ান পাড়া হরি মন্দির; মহালছড়ি উপজেলার সার্বজনীন জ্ঞানোদয় বনবিহার, করল্যাছড়ি অরণ্য কুঠির ও মাইসছড়ি অরণ্য কুঠির, সিন্দুকছড়ি ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণ মন্দির ও মনজয় পাড়া শাসনা স্মৃতি বৌদ্ধ বিহার, রামগড় উপজেলার কালাপানি বৌদ্ধ বিহার, বেলছড়ি কালি মন্দির, উত্তর সাপছড়ি বৌদ্ধ বিহার, রেম্রা পাড়া কায়াসুখ বৌদ্ধ বিহার, পরশুরাম ঘাট থলি পাড়া সুচিতানাঙ্গা বৌদ্ধ বিহার, পিলাক ঘাট গৌতম বুদ্ধ বনবিহার, মানিকচন্দ্র কার্বারী পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির; মানকছড়ি উপজেলার সুদুরখীল বৌদ্ধ বিহার; মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, বাল্যাছড়ি তৈমাথা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, গুইমারার হেডম্যান পাড়া শাক্যমনি বৌদ্ধ বিহার, সাইঙ্গুলি পাড়া বৌদ্ধ বিহার, লক্ষ্মীছড়ি উপজেলা সদরের কুশীনগর বন বিহার, বাঘ্যা পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার, বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি আর্য্য কল্যাণ বন বিহার, লাবোছড়ি নিগ্রধার বৌদ্ধ বিহার এবং দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া ধর্মপুর বৌদ্ধ বিহারে গণপ্রার্থনার আয়োজন করা হয়

এছাড়া বান্দরবান জেলা সদরের বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারেও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের কামনায় গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়েছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More