খাগড়াছড়িতে প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ
আজ ১ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠায় পার্থ শংকর সাহা ও হরি কিশোর চাকমার তৈরি করা “সরেজমিন পার্বত্য চট্টগ্রাম: অস্ত্র সংগ্রহে নেমেছে বিবদমান দলগুলো” শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। এতে এক অংশে বলা হয়, ‘প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হ্ওয়া ওই তিন জনের মধ্যে দুজন নবগঠিত জনসংহতি সমিতির(জেএসএস-এমএন লারমা) নেতা। অন্যজন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ কর্মী)। এ দুটি দলের অবস্থান পাহাড়ের সবচেয়ে পুরোনো দল জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) বিরুদ্ধে।’
রিপোর্টে আরো বলা হয়, “পুলিশ সহ স্থানীয় অন্যান্য সূত্র বলছে, আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের আধিপত্য বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলো মধ্যে সাম্প্রদিক সময়ে সংঘাত বেড়েছে। পিসিজেএসসের সঙ্গে টিকতে না পেরে প্রতিপক্ষ দুটি দল ইউপিডিএফ ও জেএসএস অস্ত্র সংগ্রহে নেমেছে।”